নির্বাচনের আগেই গোল দিয়ে দিয়েছে ইসি: নাসীরুদ্দীন

২৭ জানুয়ারি ২০২৬, ৩:৪০:৫৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নির্বাচন কমিশন (ইসি) গোল দিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমে এই অভিযোগ তোলেন তিনি।

এ সময় নাসীরুদ্দীন বলেন, ‘ইসি নির্বাচন হওয়ার আগেই গোল দিয়ে দিয়েছে। এরা কীভাবে সুষ্ঠ নির্বাচন করবে? এদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু এই নির্বাচনে কমিশন ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির পথ বেছে নিয়েছে।’

এদিকে নির্বাচন কমিশন ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তুলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, ‘নির্বাচনের আগেই কালোবাজারি, জুয়া ও ঋণখেলাপিদের টিকিট দেয়া হয়েছে। ৫০ জন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা এবার টিকিট পেয়েছে। আমি মনে করি কমিশন সব থেকে বড় দুর্নীতির কাজ করেছে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য