প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

আমাদের দুইজন মন্ত্রী ছিল, চ্যালেঞ্জ একটি দুর্নীতির মামলাও হয়নি: জামায়াত প্রার্থী সফিউল আলম

২৭ জানুয়ারি ২০২৬, ১:৩৯:৫৬

এবার পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সফিউল আলম (সুফি) বলেছেন, আমাদের দুইজন মন্ত্রী ছিল, এমপি ছিল, আমি নিজেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এখনো সারাদেশে চেয়ারম্যান আছে। আমি চ্যালেঞ্জ দিলাম-একটি দুর্নীতির মামলাও আমাদের বিরুদ্ধে হয়নি।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফিউল আলম বলেন, আপনারা জানেন, এই দেশ ১৯৭১ সালে বৈষম্যের কারণে স্বাধীন হয়েছে। ২০২৪ সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আবার দেশ স্বাধীন হয়েছে। দুঃখজনক হলেও সত্য- যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। শুধু একটি ভৌগোলিক এলাকা ও মানচিত্র পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি।

তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন দল দেশ শাসন করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১০ দল সরাসরি এই দেশ শাসন করেনি। তবে আংশিকভাবে করেছিল- আমাদের মন্ত্রী ছিল, এমপি ছিল, আমি নিজেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এখনো সারাদেশে চেয়ারম্যান আছে। আমি সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতির মামলাও আমাদের বিরুদ্ধে হয়নি। অথচ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঋণ খেলাপির হাজারো মামলা রয়েছে। এটা আমি জাতির কাছে বিচার দিয়ে গেলাম। এই দেশ কার কাছে নিরাপদ- সেই প্রশ্ন আমি জনগণের কাছে রেখে গেলাম।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে সফিউল আলম বলেন, আল্লাহ যদি আমাদের বিজয়ী করেন, আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। লেখাপড়া শেষ করার পর আমাদের সন্তানরা চাকরি পায় না। আমাদের কেন্দ্রীয় আমির ঘোষণা দিয়েছেন- সার্টিফিকেট পাওয়ার পর আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দেবো। আমাদের ব্যাংক, বীমা, স্কুল, কলেজ ও হাসপাতালসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। সুতরাং আমরা যুবকদের কর্মসংস্থান করতে পারবো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য