প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না: জামায়াত আমির

২৭ জানুয়ারি ২০২৬, ১:০৮:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা চারদিকে খেয়াল রাখবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মাগুরা আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে পথসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচন এ জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয়। এটি গণতন্ত্র, জবাবদিহি ও ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের মুহূর্ত। ভোটের মাধ্যমে মানুষ নিজের অধিকার, মতামত এবং প্রত্যাশার প্রতিফলন ঘটানোর সুযোগ পাবে। সচেতন অংশগ্রহণই পারে এই টার্নিং পয়েন্টকে ইতিবাচক পরিবর্তনে রূপ দিতে।

তিনি বলেন, আমরা আমাদের অধিকারের পূর্ণরূপ দিতে চাই। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই। কোনো নারীকে আর অসম্মান হতে দেব না।

‘হ্যাঁ’ ভোট মানে আজাদী আর ‘না’ ভোট মানে গোলামী- উল্লেখ করে জামাতের আমির বলেন, আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। তাই সবাইকে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে হবে। দেশ নিয়ে আমরা থাকবো দেশের উন্নয়ন করব। মনে রাখবেন দেশ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য