নিজামীর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর
এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী-এর কবর জিয়ারত করেছেন দলটির বর্তমান আমীর ডা. শফিকুর রহমান। গতকাল ২৪ ডিসেম্বর (শনিবার) রাতে তিনি পাবনায় কবর জিয়ারত করেন। পাবনায় এক নির্বাচনী জনসভা শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ডা. শফিকুর রহমান শহীদ নিজামীর কবর জিয়ারতে যান। সেখানে তিনি মহান আল্লাহর দরবারে মাওলানা মতিউর রহমান নিজামী-এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ইকবাল হোসাইন, শহীদ নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
এ ছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা কবর জিয়ারতে অংশ নেন। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ নিজামীর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অবদান স্মরণ করেন এবং ইসলামি আন্দোলনের পথে দৃঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। জামায়াত নেতাদের মতে, নিজামী ইসলামী আন্দোলনের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি আদর্শ ও ত্যাগের মাধ্যমে কর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। এই কবর জিয়ারত ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য