দলের সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা বিএনপি নেতার
এবার দলের সিদ্ধান্ত মেনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম শানু সিকদার। শনিবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এদিকে সংবাদ সম্মেলনে শাহ আলম শানু সিকদার বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি ভুল করেছি। এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তারা আমাকে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আজ থেকেই আমি জোটের প্রার্থী ভিপি নুরুল হক নূরের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবো।” তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
উল্লেখ্য, গত ১১ ও ১২ জানুয়ারি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। তবে ওই নির্দেশ উপেক্ষা করে স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কৃত কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে অবস্থান নেন।
এরই প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ বিষয়ে দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন বলেন, “হাসান মামুন এই জনপদের তৃণমূলের নেতা। শতাধিক নেতা ছেড়ে গেলেও তার ভোটে কোনো প্রভাব পড়বে না। আগামী ১২ তারিখের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা আশাবাদী।”
এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার জন্ম দিয়েছে গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা কমিটিতে পদত্যাগের ঘটনা। শনিবার গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন কমিটির সদস্য সচিব মো. রাসাদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া জানান, আলীপুর ইউনিয়নে নতুন করে লিটন খানকে গণঅধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য