প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

দাঁড়িপাল্লা স্বাধীনতা চায়নি, আমরা দেশকে স্বাধীন করেছি: মির্জা ফখরুল

২৪ জানুয়ারি ২০২৬, ৩:০৭:৪৪

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এদেশটাকে স্বাধীন করেছি। আর দাঁড়িপাল্লা এদেশের স্বাধীনতা চায়নি। তাই ধানের শীষে ভোট দিবেন। তিনি আরো বলেন, দঁড়িপাল্লা কখনও এদেশ শাসন করেনি, কিন্তু আমরা পরিক্ষিত। তাই আবারও ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

মির্জা ফখরুল বলেন, আমরা কখনো এদেশ ছেড়ে পালাইনি। দাঁড়িপাল্লার ভয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সব সময় আপনদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এরপর তিনি তাদের শাসনকালে এ এলাকার উন্নয়ন কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও ধানের শীষে ভোট চান। তিনি আরো বলেন, এটাই আমার শেষ নির্বাচন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও কালন্দরপারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। স্থানীয় বাসিন্দা সনাতন সম্প্রদায়ের রজনিকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য