প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কেরানীগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদককে গুলি

২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৪:২০

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে তিনি একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এসে ঢালিকান্দি এলাকায় বিএনপির নির্বাচনী ক্লাবে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পেটের ভিতরে লেগেছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। আমরা জেনেছি তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় এলে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য