জেফারকে বিয়ের অনুভূতি জানিয়ে কী বললেন রাফসান
ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় একটি রিসোর্টে অনুষ্ঠান হয়। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই তাদের বিয়ে নিয়ে নানা চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়।
জেফার ও রাফসানের বিয়ে নিয়ে নানা চর্চা ও আলোচনার মধ্যেই এদিন দুপুর ২টায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন উপস্থাপক। সেখানে দু’জনের একসঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইতে দেখা গেছে রাফসানকে।
এদিকে ছবি প্রকাশের ঘণ্টাখানেক পর ফেসবুক ভেরিফায়েড পেজে মাত্র ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন রাফসান। এতে গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের মিষ্টি কিছু মুহূর্ত উঠে এসেছে।
বিয়েতে সাদা পোশাকে নিজেদের সাজিয়ে ছিলেন জেফার ও রাফসান। ভিডিওর শুরুতে কবুল বলতে দেখা যায় তাদের। কবুল বলার পর পরিবারের সদস্যদের সঙ্গে আপ্লুত হন গায়িকা। তখন পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন সেখানে। আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দু’জনের খুনসুটি ছিল চোখে পড়ার মতো।
এছাড়া ভিডিওর অন্য একটি অংশে রাফসানের অনুভূতি কেমন, সেটি জানতে চান জেফার। জবাবে উপস্থাপক বলেন, ফুল ফিলিং। অন্য একটি অংশে অতীত জীবনের সঙ্গে তুলনা করে রাফসান জানান―জীবনে অনেক কিছুই ঘটেছিল আগে এবং একধরনের অস্থিরতা ছিল। তবে বর্তমানে সব শান্ত এবং শান্তিতে আছেন এখন।
প্রসঙ্গত, এটি জেফারের প্রথম বিয়ে হলেও রাফসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান। এর কয়েক বছর পরই বিচ্ছেদ হয় তাদের। ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য