‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’

১৪ জানুয়ারি ২০২৬, ৯:১১:৪৮

এবার গ্রিনল্যান্ড নিয়ে মুখ খুললেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। মজার ছলে তিনি বলেন, ট্রাম্প যদি ‘তাড়াহুড়া না করেন’ তাহলে গ্রিনল্যান্ড রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে। সোমবার (১২ জানুয়ারি) রাশিয়ান বেসরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ না নেন, তাহলে গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে। ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে মেদভেদেভের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ট্রাম্পকে তাড়াতাড়ি করতে হবে। অপ্রমাণিত তথ্যমতে, কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে একটি গণভোট হতে পারে, যেখানে গ্রিনল্যান্ডের পুরো ৫৫ হাজার মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারপর সব শেষ। (মার্কিন) পতাকায় আর কোনো নতুন ছোট তারা যোগ হবে না।’ ট্রাম্প সম্প্রতি আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার উদ্যোগের কথা তুলেছেন। স্বশাসিত ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের থাকা প্রয়োজন বলে তিনি দাবি করেন।

তার মতে রাশিয়াকে প্রতিরোধ করতে এর কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদ জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে কঠোর আপত্তি জানানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য