আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ ডিসেম্বর) সিএনএনের খবরে বলা হয়েছে, কিছুক্ষণ আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমায় অবস্থান করছেন।
প্রকাশিত ছবিতে ধূসর রঙের পোশাক পরা মাদুরোকে হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোনের মতো একটি যন্ত্র পরানো রয়েছে। ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ফলে তিনি মাদুরোর কাছাকাছি আছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতেই নিকোলা মাদুরো ও তার স্ত্রীর বিচার হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘অনেক জোরালো প্রমাণ’ রয়েছে। ট্রাম্পের ভাষায়, মাদুরোর কর্মকাণ্ড একদিকে ভয়াবহ, অন্যদিকে এতটাই চাঞ্চল্যকর যে তা হতবাক করে দেয়ার মতো।
ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়েও কঠোর বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর’ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্র পরিচালনা করবে। ট্রাম্পের বলেন, ‘নিরাপদ, সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব না হওয়া পর্যন্ত আমরা দেশটি চালাব।’
এ ছাড়া প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় ‘আরও অনেক বড় হামলা’ চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় নিয়ে দ্বিতীয় দফার হামলার প্রয়োজন নাও হতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য