দেশের বাজারে কমল স্বর্ণের দাম

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪:৪৫

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ ৯২৩ টাকা। ২১ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

এরে আগে দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২৮ ডিসেম্বর) সর্বশেষ বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়িয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এতে টানা ৮ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৮ হাজার ৩৩৬ টাকা।

রোববার সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর ছিল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য