প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন’র ৬২ তম বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত!

১৩ ডিসেম্বর ২০২৫, ৯:০০:০৪

ছবি: সংগৃহীত

ডিপ্লোমাধারী ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন দন্ত চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন’র ৬২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি ডা: আতাউর রহমান বাবলা’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: একে এম ফজলুল হক ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা: মহিউদ্দিন রাশেদ। এ সময় এসোসিয়েশনের সহ সভাপতি ডা: আবুল কালাম বাবলা, ডা: মোস্তাফিজুর রহমান, ডা: মো: শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো: নজরুল ইসলাম, ট্রেজারার ডা: বিনয় কুমার গোস্বামী, দপ্তর সম্পাদক ডা: এম এ মান্নান, সমাজকল্যাণ সম্পাদক ডা: মাইনউদ্দিন খন্দকার, প্রচার সম্পাদক ডা: মো: এনামুল হক, আপ্যায়ন সম্পাদক ডা: মো: আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য ডা: গোলাম খাজা ময়েন উদ্দিন হাসান, ডা: মো: সেলিম, ডা: মো: তোফাজ্জল হোসেন, ডা: সন্জতি কুমার বিশ্বাস, ডা: শাহীনুর আলম, ডা: মো: নজরুল ইসলাম খান, ডা: একে এম সোহরাব হোসেন, ডা: মো: কাউসার আহমেদ, ডা: মো: সামসুল হক, ডা: আব্দুল কাদের মোল্লা, ডা: বেলাল হোসেন উদয়ন, ডা: মো: মজিবুর রহমান, ডা: নূর মোহাম্মদ খান, ডা: আব্দুল আওয়াল, ডা: মো: মোশারফ হোসেন, ডা: শাহাদাত হোসেনসহ বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ের চার শতাধিক সদস্য, ডেলিগেট উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ জয়নুল আবেদীন, যুগ্ম আহবায়ক মো.মাহবুব আলম, এড.শরিফুল ইসলাম নিরব নির্বাচন পরিচালনা করেন। এসময় একই পদে একাধিক প্রতিদ্বন্দী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটি
বিনা প্রতিদ্বন্দীতায় ৩১ জন নির্বাচিত জনকে নির্বাচিত ঘোষণা করেন।

নয়া কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে ডা: আতাউর রহমান বাবলা, সাধারণ সম্পাদক হিসেবে ডা: একে এম ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মহিউদ্দিন রাশেদ নির্বাচিত হন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য