রোনালদোকে বাদ দিয়ে পর্তুগাল দল ঘোষণা

ছবি: সংগৃহীত
এ বছরের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার মাঠে নামবে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন। এ ম্যাচের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ মার্টিনেজ। যেখানে জায়গা হয়নি দেশটির সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। শুধু রোনালদোই নন, বাদ পড়েছেন দিয়েগো দালত, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া ও জোয়াও ফেলিক্সের মতো তারকারা। খবর ইএসপিএনের।
স্কোয়াড ঘোষণার পর পর্তুগালের কোচ জানিয়েছেন, ‘রোনালদোকে বাদ দেওয়া হয়নি, বরং টানা ম্যাচের ধকল কাটাতে সুইডেন ম্যাচে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।’ খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন রোনালদোকে বিশ্রাম দেওয়ার কারণ জানিয়েছে। তাদের প্রতিবদনে বলা হয়, পরিবার নিয়ে বর্তমানে ছুটি কাটাতে সৌদি আরবে আছেন রোনালদো।
আগামী ২৬ মার্চ স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোসহ বাদ পড়া বাকিরা যোগ দেবেন বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য