উদ্যোক্তা তৈরির আয়োজন উত্তরা ইউনিভার্সিটিতে
উদ্যোক্তা তৈরির এক নতুন উদ্যোগ হাতে নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। ২৭ নভেম্বর ইউনিভার্সিটির ক্যাম্পাসে সফলভাবে এই উদ্যোক্তা সল্যুশন কার্নিভাল বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত আয়োজনে, উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটি বিজনেস স্কুল-২০২৫ এর ডিপার্টমেন্টাল হেড। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে, যার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগের প্রধানরা। উদ্যোক্তাদের জন্য এটি একটি নতুন শিক্ষামূলক কার্যক্রম এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী ব্যবসা তৈরির দক্ষতা অর্জন করবে বলে আশা করছেন সবাই। এই কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
এমবিএ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি এই উদ্যোক্তা উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা ও উদ্ভাবনী চিন্তাশক্তির বিকাশের জন্য এমন অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাকিবুল আজিজ, উদ্যোক্তা ও ব্যবসা পরামর্শক, যিনি শিক্ষার্থীদের বাস্তব জীবনের ব্যবসায়িক সমস্যা, সমাধান এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেন। আরও বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উদ্যোক্তা তৈরিতে দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে তারা বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি দাঁড়িয়ে আছে আমাদের তরুণদের ওপর। তাদের ব্যবসায় জ্ঞান বাস্তবসম্মতভাবে প্রয়োগ করার জন্য এমন উদ্যোক্তা সল্যুশন কার্নিভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এক শিক্ষার্থী বলেন, “আমরা খুবই আনন্দিত। আমরা নিজেদের ভবিষ্যত উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন ছিল।”
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের বিশেষভাবে উৎসাহিত করতে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, বিজনেস মডেল নির্মাণ, আর্থিক সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দক্ষতার ওপর আলোকপাত করেন। এছাড়াও তারা উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন।
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য তার বক্তব্যে বলেন, “আমাদের দেশে তরুণদের মধ্যে নতুন উদ্যোগ ও সৃজনশীলতার জোয়ার এসেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে এমন কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। আগামী দিনের বাংলাদেশ উদ্ভাবন নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাবে এই আশা রাখছি।” অনুষ্ঠানে নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন, প্রকল্প উপস্থাপন, সেমিনার এবং শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য বিশেষ আয়োজন করা হয়। ২৮ তারিখ পর্যন্ত এই আয়োজনে অংশ নেবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য