ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান জয় পেয়েছে: দাবি মার্কিন কমিশনের

২০ নভেম্বর ২০২৫, ২:২৪:৩৩

চলতি বছর মে মাসে সংঘটিত চার দিনের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান জয়লাভ করেছে বলে যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন তাদের এক প্রতিবেদনে দাবি করেছে। এরই মধ্যে কমিশনটি তাদের এই বিস্ফোরক প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে জমা দিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি-র প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

‘দ্য ইউএস-চায়না ইকোনোমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন ২০২৫’ নামক এই সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল গত ৫০ বছরে দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। গত এপ্রিলে ভারতের জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূচনা। হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ভারত ৭ মে দেশটিতে হামলা চালালে, পাকিস্তানও পাল্টা হামলা চালায়। এ যুদ্ধে দুই দেশ একে অপরের ভূখণ্ডের সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে কমিশন জানায়, তারা এই যুদ্ধ এবং এতে চীনের ভূমিকা নিয়েও তদন্ত চালিয়েছে। তাদের মতে, চীন এই সংঘাতকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা ও প্রদর্শনের সুযোগ হিসেবে ব্যবহার করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বহুদিন ধরে চলমান আলোচনা ও ভারতের অভিযোগকে সমর্থন করে কমিশন জানায়: সংঘাতের সময় পাকিস্তান চীনের অস্ত্রশস্ত্রের ওপর নির্ভর করেছে এবং চীনা গোয়েন্দা সহায়তা পেয়েছে। পাকিস্তান চীনা অস্ত্র ব্যবহার করে এই সংঘাতে সাফল্য লাভ করেছে, যা চীনা অস্ত্রের কার্যকারিতাও স্পষ্ট করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান এই যুদ্ধে ভারতের বিরুদ্ধে চীনা জে–১০ যুদ্ধবিমান, পিএল–১৫ আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ–৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। এর ফলে সরাসরি যুদ্ধে চীনা অস্ত্র পরীক্ষার সুযোগ তৈরি হয়েছে। যদিও পাকিস্তান এখনও বেইজিংয়ের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি, তবে মার্কিন কমিশনের এই প্রতিবেদন আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য