নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ রাখাল রাজা শহীদ জিয়ার দলকেই বিজয়ী করবে: শিমুল বিশ্বাস
দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়, তখনই এ দেশের মানুষ রাখাল রাজা শহীদ জিয়ার দলকে বিজয়ী করে বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ও পাবনা–৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শুক্রবার বিকেলে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে অতিথি বরণীয় অতিথি হিসেবে এবং পাবনা–৪ আসনের মনোনীত এমপি প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, এখন আমরা বেগম খালেদা জিয়ার চোখের পানি মুছে দিতে চাই।”
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদুর রহমান খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মোসাব্বির হোসেন সঞ্জু, নূর মোহাম্মদ মাসুম বগা, সাবেক চেয়ারম্যান শফিউল ইসলাম তুহিন, বিএনপি নেতা রেজাউল করিম ভিপি শাহীন, এনামুল হক, জাহিদুর রহমান পাতা, আলমগীর হোসেন, জেলা যুবদল নেতা রাশেদ ইসলাম, রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, তানভির হাসান সুমন, পৌর যুবদল নেতা এসকে আকরাম বাবু, জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রিন্স ও ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য