ফিক্সিংয়ে জড়িতদের নাম প্রকাশ করা নিয়ে যা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ৯০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে নাম আসা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করবে না বোর্ড। মানবিক ও গোপনীয়তার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। তবে ইভেনচুয়ালি করব।
তবে আপাতত অভিযুক্তদের সঙ্গে অভ্যন্তরীণভাবে যোগাযোগ করা হবে এবং প্রমাণিত দোষীদের খেলা থেকে বিরত রাখা হবে বলেও জানান তিনি।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় ও বিষয়টি গোপনীয়। আমাদের কমিটি চার্জ ফ্রেম করলে ভেতরে ভেতরে যোগাযোগ করা হবে। কোনো মিডিয়া বা পাবলিকভাবে কারও নাম প্রকাশ করা হবে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তি জানবে।
তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তারা কেউই খেলতে পারবেন না। আমরা আদালত নই, তাই নাম প্রকাশের ক্ষমতা আমাদের নেই। তবে যখন কেউ খেলতে পারবে না, তখনই সবাই বুঝবে।
সহ-সভাপতি জোর দিয়ে বলেন, অভিযুক্তদের মানবিক দিক ও ব্যক্তিগত অধিকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা নাম প্রকাশ করছি না। কিন্তু যারা ফিক্সিংয়ে জড়িত, তাদের খেলা থেকে দূরে রাখা হবে।
বিসিবির এই অবস্থান জানার পর ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ গোপনীয়তা রক্ষার সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন, আবার অনেকে মনে করছেন, স্বচ্ছতা বজায় রাখতে নাম প্রকাশ করা উচিত ছিল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য