প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি

২৭ অক্টোবর ২০২৫, ৮:৫৬:৫১

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। বিশেষজ্ঞদের আশঙ্কা, ‘মন্থা’ শক্তিশালী বা ‘সিভিয়ার’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের চতুর্থ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি বর্তমানে ১১ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। শনিবার সন্ধ্যা ছয়টার সময় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশের সাগর এখন বেশ উত্তাল। ফলে গভীর সমুদ্রে থাকা নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দ্রুত ঘনীভূত হতে পারে এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’ যদি শক্তি বাড়িয়ে ‘সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হয়, তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হতে পারে। সেই কারণে এখন থেকেই সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবল বেগে বাতাস বইছে এবং নিম্নচাপ কেন্দ্রের দিকে টান তৈরি হচ্ছে। এর ফলে সাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে। আবহাওয়ার এ পরিবর্তনের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সবাইকে নিয়মিত আবহাওয়া আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad