শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা : হাসনাত
জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্কা শাপলা-ই হবে বলে জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা।
দুপুরে দেয়া ওই পোস্টে মাত্র ১ ঘণ্টার মধ্যে প্রায় ৬৯ হাজার ফেসবুক ব্যবহারকারী রিয়েকশন দিয়েছেন। এছাড়াও প্রায় ৯ হাজার মন্তব্যের পাশাপাশি ৫০০ জনের অধিক মানুষ হাসনাতের পোস্টটি শেয়ার করেছেন।
এরে আগে সকালে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানান, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য