১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
রাজশাহীতে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে রাজশাহী সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও মিট দ্য বোরোয়ার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ অক্টোবর) রাজশাহীতে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় তাৎক্ষণিক ৪৬ জন গ্রাহকের কাছ থেকে নগদ ৭ কোটি ২৫ লক্ষ টাকা আদায়সহ মোট ২৮ কোটি টাকার শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।
রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর-এর সভাপতিত্বে সভায় সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য