১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান

১৫ অক্টোবর ২০২৫, ১২:৩২:৪৭

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান ফের স্পষ্ট করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফেরার পর সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘ইনশাআল্লাহ, ১৯৬৭ সালের আগের সীমান্তরেখা অনুযায়ী এবং আল-কুদস আল-শরিফকে রাজধানী ঘোষণা করে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূলভিত্তি ছিল এবং থাকবে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হলো গাজা ভূখণ্ডে ইসরায়েলের পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা।’ খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করে শেহবাজ শরিফ বলেন,‘গাজায় রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন।’

মিশর শান্তি সম্মেলনের আয়োজক মিশরের উদ্যোগে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘোষণা করা হয়। এতে বিশ্বের অনেক নেতা অংশ নেন, যার মধ্যে পাকিস্তান, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারাও ছিলেন।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার পার্লামেন্টে ঘোষণা দেন, যদি জাতিসংঘ, আরব লীগ বা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) অনুরোধ করে, তবে মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য