প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

সতীর্থদের জন্য রোজায় মুশফিকের ব্যতিক্রমী উদ্যোগ

১৩ মার্চ ২০২৪, ৪:৩৯:৫০

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা রাখেন দেশের মানুষ। রমজানের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা, যার প্রথমটি মাঠে গড়াবে আজ (১৩ মার্চ)। প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে প্রথম রোজার দিন সতীর্থ, কোচিং স্টাফদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেন মুশফিকুর রহিম।

জানা যায়, প্রথম রোজায় চট্টগ্রামে থাকা দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টকে ইফতারির দাওয়াত দিয়েছেন মুশফিক। প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার একাধিক ক্রিকেটার রোজা রেখেই অনুশীলন করে। সতীর্থদের পাশাপাশি দলের সঙ্গে যারা আছেন তাদেরও ইফতারি করান মুশফিক।

উল্লেখ্য, ১৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। সিরিজের সবকটি ম্যাচের ভেন্যুই চট্টগ্রামের জহুর আহমেদ। প্রথম দুইটি ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় এবং শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য