ইমোতে প্রেমর সম্পর্ক, বিয়ের আশ্বাসে রেলস্টেশনে আসতে বলেন রবিন
প্রতীকী ছবি
এবার কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে রবিন মিয়া নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে এক তরুণীর। পরে ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত রবিন মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভৈরব র্যাব ক্যাম্প প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। রবিন মিয়া (২১) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, তিন মাস পূর্বে রবিনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে পরিচয়ের মাধ্যমে এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৭ সেপ্টেম্বর রবিন মিয়া তার প্রেমিকাকে বিয়ের আশ্বাসে ভৈরব রেলস্টেশনে আসতে বলেন। এরপর দুজনে ভৈরবের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেন। পরবর্তীতে বিয়ের কথা বলে তরুণীকে রাত ৯টায় ভৈরবের নয়াহাটি এলাকার একটি টিনের ঘরের পিছনে ফাকা জায়গায় নিয়ে ধর্ষণ করেন।
পরে ওই তরুণীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান রবিন। পরবর্তীতে ভুক্তভোগী ঘটনাস্থল থেকে ভৈরব থানায় যান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর মা ভৈরব থানায় অভিযুক্ত রবিন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, রবিন মিয়াকে বুধবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য