প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আমড়া ভর্তা খেয়ে মাদ্রাসার ৬ শিক্ষার্থী হাসপাতালে

২৭ আগস্ট ২০২৫, ৭:৩৬:৪৫

ছবি: সংগৃহীত

এবার ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে অবস্থিত হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছয়জন শিক্ষার্থী আমড়ার ভর্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মাদ্রাসার ১০ম শ্রেণির এই ছাত্রীদের নাম, নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া ও জিন্নাত। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা দোকান থেকে আমড়ার ভর্তা কিনে খাওয়ার পরই বুকে ও পেটে জ্বালাপোড়া অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে সবাই একে একে জ্ঞান হারান।

মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় দ্রুত তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ছয়জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। তাদের শ্বাসকষ্ট দেখা গেলেও ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য