স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বর্ষাবিদায় উপলক্ষে ‘আষাঢ়ের আলাপন’
ছবি: সংগৃহীত
বর্ষাবিদায় উপলক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম ‘আষাঢ়ের আলাপন’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরামের কনভেনর শারমিন সিদ্দিকী সোমা।
এই অনুষ্ঠানে ‘বাংলা সাহিত্যে বর্ষা’ বিষয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ফোরামের উপদেষ্টা জাকিয়া নূর মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফোরামটির আরেক উপদেষ্টা ইলেকট্রিকেল এ্যান্ড ইলেকট্রনিকস ডিপার্টমেন্টের শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী। আষাঢ়ের আলাপন শীর্ষক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কাব্যনাট্য প্রযোজনা ‘আষাঢ়ের আক্ষেপ’।
‘আষাঢ়ের আক্ষেপ’ অনুষ্ঠানের লেখালেখি বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সাহিত্য ফোরামের পক্ষ থেকে সনদ বিতরণ করা হয় এবং এক ঝাঁক নতুন সদস্যকে বরণ করে নেয় ফোরামের পুরোনো সদস্যরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য