প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

জামায়াত আমিরকে দেখতে গেলেন পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স

৮ আগস্ট ২০২৫, ১২:১৬:৫৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাংগল। মুহাম্মাদ ওয়াসিফ জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এর আগে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের জন্য একটি ফুলের তোড়া পাঠানো হয়। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মুহাম্মাদ ওয়াসিফ জামায়াতের আমিরের আরোগ্য কামনায় ফুলের তোড়া পাঠিয়েছেন। তিনি আমির সাহেবের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেছেন।

জামায়াতের পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলা হয়, আমরা পাকিস্তানের মান্যবর হাইকমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তা’য়ালা তাকে উত্তম জাযা দান করুন। আমিন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য