নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো: বাণিজ্য উপদেষ্টা
৭ আগস্ট ২০২৫, ১০:৪৬:২৭
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে তিনি এই কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরের চেষ্টায় বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে।
রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, জ্বালানি সংকট দূর করার মধ্যমর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, এখনও দুর্নীতি, বৈষম্য দূর হয়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য