প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

মার্কিন রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে তারেক রহমান

৭ আগস্ট ২০২৫, ১২:৪৫:২৭

ছবি: সংগৃহীত

লন্ডনে বিভিন্ন দেশের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন, পররাষ্ট্র নীতি, অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে।

এরই অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, স্বৈরাচারের হাতে ধ্বংসপ্রাপ্ত দেশ গঠন, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন, উন্নয়নমুখী পররাষ্ট্র নীতি, অর্থনৈতিক সহযোগিতা নানা বিষয় এসব বৈঠকে প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে।

এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানে বৈঠক হয়। পরে যৌথ বিবৃতিতে ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি খোলাসা করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য