প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

রোজার আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

৫ আগস্ট ২০২৫, ৮:৪৪:৫১

ফাইল ছবি

ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন।

মুহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসেবে বলা যায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।

এর আগে, গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর এক ধরনের ধারণা পাওয়া গিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের সময় নিয়ে অনেকটা নিশ্চিত হতে পারলো দেশের মানুষ।

বিস্তারিত আসছে….

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য