মার্কিন সামরিক বিমানে ৩৯ বাংলাদেশি ঢাকায় ফেরত

ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে মোট ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত চার্টার্ড ফ্লাইটে অন্তত ৩০ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। শুরুতে ৬০ জন ফেরতের কথা থাকলেও চূড়ান্ত সংখ্যা কমে আসে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। ভারত, ব্রাজিলসহ অন্যান্য দেশের নাগরিকদের ফেরত পাঠানোর সময় অনেককেই হাতকড়া পরানো হলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে মানবিক আচরণ বজায় রাখা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এই বিষয়ে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এবং যুক্তরাষ্ট্র সে অনুরোধে সাড়া দিয়েছে। ফেরত পাঠানো বাংলাদেশিদের কারো সঙ্গেই কোনো ধরনের শারীরিক অসদাচরণ বা অপমানজনক আচরণ করা হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। অবৈধ অভিবাসন রোধে নেয়া ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে প্রতি মাসেই কিছু সংখ্যক বাংলাদেশি দেশে ফিরে আসছেন। এবারও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেরত পাঠানো হলো আরও একদল অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য