প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

অতীশ দীপঙ্করের জার্নালিজম বিভাগের এডভাইজর সোহেল মঞ্জুর আর নেই

২১ জুলাই ২০২৫, ৬:৫১:৫৩

ছবি: সংগৃহীত

বরেণ্য সাংবাদিক, দি নিউজ টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এডভাইজর জনাব সোহেল মঞ্জুর অদ্য ২১ জুলাই ২০২৫, সোমবার ভোর ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রংপুরের নিজ বাড়িতে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, সদস্য-সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু ও বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ সহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সকলে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে বেহেশতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের শোক সহ্য করা শক্তি প্রদান করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য