খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

সংগৃহীত
এবার ইসরায়েললের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। রবিবার ২০ জুলাই সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন বলে তার শিরায় স্যালাইন পুশ করা হচ্ছে।
তার কার্যালয় জানিয়েছে, “ডাক্তারদের নির্দেশ অনুসারে, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।”
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শরীরে ২০২৩ সালে পেসমেকার লাগানো হয়েছিল এবং গত ডিসেম্বরে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেট অপসারণ করা হয়েছিল বলে জানা যায়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য