প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক 

২০ জুলাই ২০২৫, ৬:২৫:৫৪

সংগৃহীত

এবার আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে ফতুল্লায় মিছিল ও অগ্নিসংযোগের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। আটককৃতরা হলেন ফতুল্লার পোস্ট অফিস এলাকার শনু মেম্বারের ভাতিজা রুমিন ও সাওঘাট এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রায়হান।

গত শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্টো অফিস এলাকায় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রুমিনকে ফতুল্লা মডেল থানায় এবং রায়হানকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

তিনি বলেন, ধাওয়া খেয়ে রায়হান সদর থানা এলাকায় প্রবেশ করায় ফতুল্লা থানায় আনা সম্ভব হয়নি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত হরতালের সমর্থনে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা জরো হয়ে মিছিল ও টায়ারে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা তাদের ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য