প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে হতাহতের শঙ্কা, রেল যোগাযোগ বন্ধ

১৪ জুলাই ২০২৫, ১০:০২:৪৩

ছবি: সংগৃহীত

খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলিফ গেট রেলক্রসিংয়ে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ বিষয়ে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য