প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

এন্ড্রু কিশোরের সমাধির সামনে দাঁড়িয়ে আবেগী হানিফ সংকেত

৭ জুলাই ২০২৫, ৬:৩৫:২৭

সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস ৬ জুলাই। ২০২০ সালে রাজশাহীতে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সংগীতশিল্পী। তার প্রয়াণ দিবসে আবেগঘন এক পোস্ট করেছেন সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত। 

এদিকে এন্ড্রু কিশোরের সঙ্গে ছবি দিয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল “প্লেব্যাক সম্রাট” উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারত।’

এন্ড্রু কিশোরের সমাধির সামনে দাঁড়িয়ে আর একটি ছবি শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল “ইত্যাদি”র প্রায় নিয়মিত শিল্পী।’

পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, ‘একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য