পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা দুলাল মিয়া

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনসাধারণ সহ সমস্ত বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: দুলাল মিয়া।
দুলাল মিয়া বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা। কোরবানীর এই ত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে কাজ করব। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
দুলাল মিয়া স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিচিত একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই ঈদ বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে। ঈদ উপলক্ষে তিনি সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন এবং জাতীয় ঐক্য ও অগ্রগতির জন্য দোয়া চান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য