প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

২০২৬ বিশ্বকাপ সবকিছু বদলে দিতে পারে: নেইমার

২৯ মে ২০২৫, ১১:১৬:০৯

ছবি: সংগৃহীত

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বদল যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে এই মহাযজ্ঞ। এই আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আর এই টুর্নামেন্ট ফুটবলকে নতুন কিছু উপহার দেবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

সম্প্রতি ডিজনিপ্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, শুধু দেখবেন এবারের বিশ্বকাপটা কেমন হয়। এখানে মাথা ঘুরিয়ে দেওয়ার মত কিছুই হবে, যা অনেক কিছুই বদলে দিতে পারে। আর সেটা সবার জন্য ভালোই হবে।

এনবিএ’র একটি ম্যাচ দেখতে গিয়ে পুরো উপস্থাপনা দেখে অবাক হয়েছে নেইমার। তার ভাষ্য, এখানে কিন্তু আপনি কেবল একটা বাস্কেটবল ম্যাচই দেখতে যান না। বিরতিতে কেউ নাচে, কেউ বল ছুঁড়ে স্কোর করে। ম্যাচের আগে আবার বিখ্যাত কেউ জাতীয় সঙ্গীত গায়। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা উপভোগ্য।

তাই ফুটবল মাঠে কিছু পরিবর্তন আনা দরকার বলে মনে করেন এই তারকা ফুটবলার। তিনি বলেন, ফুটবলে ৯০ মিনিটের খেলা হয়, কিন্তু সেখানে বিরতিতে দর্শকদের জন্য কিছুই থাকে না। সবাই স্টেডিয়ামের গেটে চলে যায়। কেন মাঠের ভেতরে কিছু করা হয় না? আমি জানি না ভিন্ন কিছু কেন করা যায় না।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ব্রাজিলের হয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালসহ মোট তিনটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) এই ফরোয়ার্ড বর্তমানে ইনজুরির কারণে দল থেকে বাইরে থাকলেও কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য