প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

যুবদল নেতা মাসুদ রানার নেতৃত্বে তারুণ্যের মহাসমাবেশ বিশাল মিছিল

২৮ মে ২০২৫, ৪:০৪:০৮

শেষ হলো বিএনপির তারুণ্যের সমাবেশ। বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে অংশ নেয়। বুধবার (২৮ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। দুপুরে সমাবেশে মানুষের ঢল নামে।


ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এ সমাবেশ হয়েছে।

এদিকে গাজীপুর জেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে আসেন। এসময় নেতাকর্মীরা দলীয় নেতাদের ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজির হন। কারো-কারো মাথায় জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। কেউ-কেউ নেচে-গেয়ে নানান স্লোগান দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য