রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে বিস্ফোরণ

ছবি: ভিডিও থেকে নেয়া
বিশ্বখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড দাবি করা রিয়েলমির অভিনব ক্যামেরা প্রতারণার রেশ কাটেনি দেশের নেটিজেনদের মধ্যে। এরই মধ্যে চীনা প্রতিষ্ঠানটির সি সিরিজের ‘সি৭৫ স্মার্টফোন’ বিস্ফোরিত হওয়ার ঘটনা সামনে এসেছে। যেখানে খোদ ভুক্তভোগীকেই ফোনটি বিস্ফোরিত হওয়ার কথা বলতে শোনা যায়।
জানা যায়, ভুক্তভোগী ব্যবহারকারী তার রিয়েলমি সি৭৫ স্মার্টফোন চার্জে দিয়ে টেবিলের উপর রেখেছিলেন। এর কিছু সময় পর বিকট শব্দে স্মার্টফোনটি বিস্ফোরিত হয়। ব্যাটারি বিস্ফোরণের ফলে স্মার্টফোনটির পেছনের কাভার পুড়ে যায় এবং ডিসপ্লে প্যানেল কাঠামো থেকে আলাদা হয়ে যায়। এছাড়া স্মার্টফোনটির মূল কাঠোমো বাঁকা হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী বিস্ফোরিত রিয়েলমি সি৭৫ স্মার্টফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে গেছেন। যেখানে একজনকে ব্যঙ্গ করে বলতে শোনা যায়- আপনাদের পানিতে চুবানো যায় “হট” মডেল রিয়েলমি সি৭৫! ব্যাপারটা সুন্দর না? বেশি না, পকেটে রাইখা ব্লাস্ট হয় নাই, টেবিলের উপর রেখেছিল, ব্লাস্ট হইয়া গেছে। তাই তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর ব্যাঙ্গ করে বলতে শোনা যায়- বেশি না শুধু পানিতে চুবালেই কাজ হয়ে যেত। কিন্তু ভাই (ভুক্তভোগী) ভুল কইরা পানিতে চুবায়নি। এই সেই রিয়েলমির বিখ্যাত সি সিরিজের সি৭৫।
সম্প্রতি রিয়েলমির সি সিরিজের স্মার্টফোনের অভিনব ক্যামেরা প্রতারণা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ক্রেতাকে কোনো এক সমস্যার কারণে রিয়েলমি সি৭৫ স্মার্টফোন খুলতে দেখা যায়। ফোন খোলার সাথে সাথেই রিয়েলমির প্রতারণা ধরা পড়ে যায়। বাইরের কেসিংয়ে চটকদার ৩ ক্যামেরা স্লটের কেসিং লাগানো থাকলেও ভেতরে কেবল একটি ক্যামেরাই দেখা যায়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য