আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের গজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ডি ফ্যাক্টো প্রশাসনের সুপ্রিম কোর্টের ঘোষণায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্ট।
তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদারের অনুমোতিতে হত্যার অভিযোগে গজনি প্রদেশের স্টেডিয়ামে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। এক বিবৃতিতে তালেবান হাইকোর্ট বলেছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা সব ধরনের আইনি সুবিধা পান। সব প্রক্রিয়া শেষ করে এরপর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রাথমিক, আপিল এবং ক্যাসেশন আদালতে প্রমাণ হওয়ার পর মৃত্যুদণ্ডের রায় জারি করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির নাম হলো সৈয়দ জামাল ও গুল খান।
তালেবানের দেয়া তথ্য অনুযায়ী, সৈয়দ জামাল ময়দান ওয়ারদাক প্রদেশের লোরা গ্রামের বাসিন্দা। তিনি সাত বছর আগে আমির মোহাম্মদ নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। এবং গুল খান মোহাম্মদ কাসিম নামের এক ব্যক্তিকে পাঁচ বছর আগে হত্যা করেছিলেন। তালেবানের দাবি, দুটি হত্যাই ছুরি দিয়ে করা হয়েছে।
আফগানিস্তানে এমন সময় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হলো- যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, তালেবান সরকারের অধীনে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না।
রাওয়াদারি নামে একটি মানবাধিকার সংস্থা অনুসন্ধানী প্রতিবেদনে বলছে, বৈষম্যমূলক সিদ্ধান্ত, নির্যাতন, সন্দেহভাজনদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি এবং তালেবান আদালতে স্বাধীনতা ও নিরপেক্ষতার অভাব রয়েছে, যা নির্দোষতার অনুমানকে লঙ্ঘন করে।
আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর অবলোকন করার জন্য- সাধারণ মানুষকে গজনি প্রদেশের আলী বাবা ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য