প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই, আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত
![](https://sangbadbela.com/wp-content/uploads/2025/02/a-146.jpg)
এবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আহত আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ বিকেল ৩টা ৫৬ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহিদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই।’
আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’ গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবরে সেখানে গেলে শিক্ষার্থীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মারধরে আহত ৭ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওইদিন বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার। সেই সঙ্গে প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। পরবর্তীতে বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য