প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ঢাকাকে উড়িয়ে কোয়ালিফায়ারে বরিশাল

৩০ জানুয়ারি ২০২৫, ১:০৬:৪০

ছবি- সংগৃহীত

এবারের চলমান বিপিএলের নিজেদের দশম ম্যাচে খুলনাকে হারিয়ে রংপুর রাইডার্সের ঘাড়ে নিশ্বাস ফেলছিল ফরচুন বরিশাল। তবে রংপুর তাদের ১১তম ম্যাচে চিটাগংয়ের কাছে হারলে সিংহাসন দখল করে বরিশাল। আর নিজেদের ১১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার (২৯ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে বরিশালকে মাত্র ৭৪ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে ৮১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন এই মারকুটে ব্যাটার।

এরপর তিনে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব শুরু করে ডেভিড মালান। তাকে যোগ্য সঙ্গ দেন তামিম। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে রান ৬৯ তোলে বরিশাল। শেষ পর্যন্ত তামিমের ২১ রান এবং মালানের ১৬ বলের অপরাজিত ৩৭ রানে ভর করে ৮১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ৮ বলে ১০ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। ৪ বলে শূন্য করে ফেরেন রিয়াজ হাসান। ১৪ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার তানজিদ তামিম। এতে দলীয় ২০ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাব্বির রহমান (৭), মোসাদ্দেক হোসেন (২), জেপি কোটজে (৫), নামজুল ইসলাম (০), বেটন (১০) এবং মোস্তাফিজ আউট হন ২ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন থিসারা পেরেরা। কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করেন ঢাকার অধিনায়ক। এতে ২৭ বল হাতে থাকতে ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

বরিশালের হয়ে মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট শিকার করেন জেমস ফুলার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad