ইজতেমায় যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানীর আব্দুল্লাহপুরে বাসচাপায় ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা আবুল কাশেম (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে।
মৃত আবুল কাশেমের সঙ্গে থাকা প্রতিবেশী মো. রিপন জানান, তাদের সবার বাড়ির লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষী গ্রামে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে তারা এলাকা থেকে একটি বাসে করে প্রায় ৫০-৬০ জন আজ ভোরে ঢাকায় আসেন। আব্দুল্লাহপুরে বাস থেকে সবাই নামছিলেন। তখন অন্য একটি বাস সেখানে ঘোরানোর সময় তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল কাশেম।
এছাড়া মিলন মাঝি (৬০) বাদশা মিয়া (৩৫) ও রাজু আহমেদ (৪০) নামে আরও তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম গ্রামে চাষাবাদ করতেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে একটি বাস ইজতেমায় আগত মুসল্লিদের ওপর উঠিয়ে দেয়। এতেই এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে তার চালক পালিয়ে গেছে। আবুল কাশেমের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য