যশোরে এইচএসসি’র ১৩৯ পরীক্ষার্থীর ফল পরিবর্তন
ফাইল ছবি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণে ১৩৯ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন পরীক্ষার্থী। এ ছাড়া বাকিরা বিভিন্ন গ্রেডে পাস করেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
পুনঃনিরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এর আগে প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৬৫ হাজার শিক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করে। এতে ১৩৯ জনের ফল পরিবর্তন এসেছে।
পুনঃনিরীক্ষণের প্রকাশিত ফলাফল তথ্যমতে, ‘এফ’ গ্রেড থেকে ২ জন ‘এ প্লাস, এ মাইনাস থেকে ৫ জন এ প্লাস,এ গ্রেড থেকে ৩৪ জন এ প্লাস। এফ থেকে দুইজন এ গ্রেড, ডি থেকে এ গ্রেড ১ জন, বি থেকে এ গ্রেড দুই জন, এ মাইনাস থেকে এ গ্রেড ২৭ জন। এফ গ্রেড থেকে এ মাইনাস ১০ জন। এছাড়া অন্যরা বিভিন্ন গ্রেডে পাস করেছেন।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ৬৫ হাজার পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ১৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ৩৮ জন প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল। তিনি আরও বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেয়া হয়েছে। আর খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য