আজিমপুরে ১৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী রাহাত জানান, আজিমপুর এলাকায় নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৮ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যান নয়ন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য