আন্দোলনে না গেলে নেতাদের পিটিআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইমরান খান

ছবি: সংগৃহীত
আগামী ২৪ নভেম্বর আন্দোলনে অংশ না নিলে দলীয় নেতাদের পিটিআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৩ নভেম্বর ইমরান খান ২৪ নভেম্বর বিক্ষোভের ডাক দেন। তিনি বলেন, জনগণের রায়কে চুরি করা হয়েছে, আইন বর্হিভূত অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংবিধানে ২৬তম সংশোধনী আনা হয়েছে। যা স্বৈরাচারী শাসনকে আরও শক্তিশালী করবে। খবর ডনের
২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন ইমরান খান। এরপর তার দলের নেতাকর্মীরা ইমরান খানের মুক্তির দাবিতে এবং ৮ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে আজ সোমবার (১৯ নভেম্বর) আগামী ২৪ নভেম্বর বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য এক পোস্টে একটি বিবৃতি দিয়েছেন ইমরান খান।
এতে তিনি তার দলের সবাইকে বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। যদি কেউ এ আন্দোলনে অংশ না নেন তাহলে তার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত বলে জানিয়েছেন ইমরান খান। কারণ জাতির মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই।
তিনি বলেন, ‘কঠিন মুহূর্তে কারো কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। ইমরান খান বলেন, পাকিস্তানিদের মুক্তির জন্য এটাই স্বর্ণালী সময়। পরাধীনরা এক সময় মারা যায়।’
ইমরান খান স্বীকার করেছেন, এর আগে তিনি শুধু তার দলের নেতাকর্মীদের আন্দোলনের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু এবার তিনি পাকিস্তানের সাধারণ মানুষকেও এ বিক্ষোভে অংশ নিতে আহ্বান করছেন। কারণ গত ৮ ফেব্রুয়ারি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পেরেক মারা হয়েছে।
ইমরান খান বলেন, গত ৮ ফেব্রুয়ারি যে শক্তি নিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, আগামী ২৪ নভেম্বর সমস্ত বাধা উপেক্ষা করে আবার বেরিয়ে আসুন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য