কঠিন সময়ে সুখবর পেল তামিমের ফরচুন বরিশাল

এবারের চলমান বিপিএলের দশম আসরে সময়টা ভালো যাচ্ছে না অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত ফরচুন বরিশালের। রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হারের স্বাদ পেয়েছে তামিমের দল। কঠিন এই সময়ে সুখবর পেয়েছে বরিশাল।
এদিকে নিলামে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিলেও ফিটনেস ইস্যুতে এতদিন বরিশালের জার্সিতে ম্যাচ খেলা হয়নি এই পেস অলরাউন্ডারের। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।
বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত মেলায় বিপিএলের ঢাকা পর্ব থেকে ফরচুন বরিশালের জার্সিতে দেখা যেতে পারে সাইফউদ্দিনকে। ঢাকায় দ্বিতীয় দফায় খেলা গড়াবে ৬ ফেব্রুয়ারি। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল। উল্লেখ্য, ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ফরচুন বরিশাল
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য