প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

বিএনপিকে আমন্ত্রণ জানাল ডিএমপি

৩০ জানুয়ারি ২০২৪, ৩:০৩:৪১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির আমন্ত্রণপত্র বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গ্রহণ করেন।

বিএনপি নেতাদের মধ্যে যারা ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পেয়েছেন তারা হলেন- কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং ডা. জাহিদ হোসেন। ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে এ আমন্ত্রণ জানানো হয়। তবে দলটির স্থায়ী কমিটির সদস্যদের আমন্ত্রণ না জানানোর কারণে ডিএমপির আমন্ত্রণপত্র নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয়েছে।

গতবছর ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য