প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২ জুলাই ২০২৪, ১২:৩৬:৫৮

প্রতীকী ছবি

বজ্রাঘাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফরহাদ হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের মো. জিন্নাহ মিয়ার ছেলে। তিনি ফুলছড়ি সরকারি কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর ফরহাদ হোসেন বাড়ির পাশে পুকুরে হাঁস আনতে যান। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরহাদ হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দ্রুত তাকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খান। তিনি বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক বাড়ির আঙ্গিনায় খোয়ারে হাঁস উঠাচ্ছিল। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি।

ভিডিও দেখতে ক্লিক করুন: কাবার নতুন চাবি রক্ষক, কে এই শায়খ আব্দুল ওয়াহাব আল শাইবি?

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য