প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

আর কাঁদতে চাই না, নতুন করে শুরু করতে চাই: প্রভা

২৮ মে ২০২৪, ৫:৩৯:৪৯

ছবি- সংগৃহীত

একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুরুতে বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়েন তিনি। তুমুল ব্যস্ততার মধ্যে দিন কেটেছে এই মিষ্টি চেহারার অভিনেত্রীর। তবে বর্তমানে নিজের ইচ্ছাতেই কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন প্রভা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। নিজের বিভিন্ন ভাবনা, অনুভূতির কথা ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন নিয়মিত।

সম্প্রতি এমনই এক স্ট্যাটাস দেখা গেল প্রভার ফেসবুকে। যেখানে ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা উপলব্ধি প্রকাশ প্রকাশ করেছেন তিনি। সোমবার (২৭ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে প্রভা লিখেছেন, ‘হয়তো আমি এখনো জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না। আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না।’

সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চান প্রভা। এমনটা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’

প্রভা আরও লেখেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, অনেক না-বলা অভিযোগ, না-বলা দুঃখ আছে। অনেক মানুষের দেওয়া অকারণ অপমান হজম করেছি। এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম, তখন মনে করেছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। এতটুকুই।’

মিডিয়াতে কাজ করলে মানুষের অনেক আজেবাজে কথা শুনতে হবে, এমনটা ভাবেননি প্রভা। অভিনেত্রীর ভাষায়, ‘আমি একটা সময় নানা রকম পলিটিক্সের শিকার হব, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে, এমনটা ভাবিনি। আরও কিছু বিষয় আছে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য